পটুয়াখালী প্রতিনিধি ॥ পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের হাজীখালী বাজারে ,গত ১০ সেপ্টেম্বর জমি জবরদখলকে কেন্দ্র করে সংঘর্ষে দুজন গুরুতর অঅহত হয়েছে ,আহতরা পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের হাজীখালী বাজারে গত ১০ই সেপ্টেম্বর প্রতি পক্ষের জমি জবরদখলকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে । সরেজমিন ভিক্টিম এবং আবেদিত মামলা থেকে জানা জায় যে, হাজীখালী বাজারে ভিক্টিম দাউদ কাজীর দখলে খাকা বেশকিছু দোকান ও জমি ঘটনার দিন অর্থাত ১০ই সেপ্টেম্বর শুক্রবার দুপুর আনুমানিক ১২টার দিকে সেলিম আকন ও মস্তফা আকন ( নিউমার্কেট চশমার দোকান ) চশমা মস্তফা সহ কমপক্ষে ৫০/৬০ জনের একটি দল বাজারে ভিকটিমদের দোকান ও জমি জবরদখল করতে যায় । এ সময় ভিকটিমরা বাধা দিতে এলে তাদেরকে দেশীয় অস্র দিয়ে এলোপাতারি কোপাতে থাকে । এ সময় দোকান মালিক দাউদ কাজী ও দোকানের কর্মচারী নুর আলমকে কুপিয়ে মারাত্বক জখম করে , এবং দোকানে থাকা নগদ দু লক্ষ টাকা সহ প্রায় চারলাখ টাকার ক্ষতি সাধণ করে । এ সময় অভিযুক্তরা ভিকটিমদের মৃত্যু ভেবে পালিয়ে যায় , পরবর্তীতে স্থঅনীয়রা তাদেরকে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে এসে চিকিৎার জন্য ভর্তি করান । আহত দৃজন হাসপাতালের বেডে মৃত্যু যন্ত্রণায় কাত্রাচ্ছেন । এ ঘটনায় আহত দাউদ কাজী বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় সেলিম আকন ও চশমা মস্তফা সহ মোট ২২ জনকে আসামী করে একটি মামলা করলে সেটি এখনো প্রকৃয়াধীন রয়েছে বলে জানায় আহত দাউদ কাজী । এদিকে এমন ঘটনায় ঐ এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আহতদের অভিযোগ চশমা মস্তফা ক্ষমতাশীন দলের এক প্রভাবশালী এক নেতার ছত্রছায়ায় দিনেরপর দিন এমন জঘন্য কর্মকান্ড চালিয়ে আসছে। এদের ভয়ে এলাকায় কেউ মুখ খুলতে রাজী হয়নি । তবে এলাকাবাসী এহেনও সন্ত্রাসী কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অপরাধীদের দৃস্টান্ত মূলক শাস্তির দাবী জানান । সেই সাথে মারধরের ঘটনায় ভিকটিমদেরকে ক্ষতিপূরণ দেয়ারও দাবী জানায় তারা । তবে এ বিষয়ে কথা বলার জন্য একাধীক চেষ্টা করেও অভিযুক্ত কাউকে পাওয়া ঝায়নি ।
Leave a Reply