কলাপাড়া প্রতিনিধি ॥ কলাপাড়ায় একটি বাসার জানালার গ্রিল ভেঙ্গে দুর্র্ধষ চুরি সংঘটিত হয়েছে। বাড়িতে কেউ ছিলেন না। সেই সুযোগে জানলার গ্রিল ভেঙ্গে ঘরে প্রবেশ করে সোনাদানা, নগদ টাকা লুঠ করে পালাল অজ্ঞাতনামা চোরেরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কলাপাড়া পৌর শহরের বড় কলবাড়ি পিছনে এ চুরির ঘটনা ঘটেছে।
বাসার মালিক মো. তোফাজ্জল হোসেন বাদী হয়ে কলাপাড়া থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্র জানা গেছে, বাসার মালিক মো. তোফাজ্জল হোসেন পৌর শহরের মদিনা ইলেকট্রনিক্স মোবাইল ও ইলেকট্রনিক্সর মালামাল বিক্রির টাকা নিজ বাসায় রেখে শ্বশুর বাড়িতে বেড়াতে যান। ঘটনার দিন বিকেলে নিজ বাসায় এসে দেখে বাসার ভিতরের রুমের পূর্ব পাশের গ্রিল ভাঙ্গা ও ঘরের মেঝেতে পুরনো কাপড় চোপড় ছড়ানো ছিটানো। তার দাবি রাতে চোরেরা বাড়িতে হানা দেয়। জানলার গ্রিল ভেঙ্গে ঘরে প্রবেশ করে। আলমারির তালা ভেঙে সেখান থেকে নগদ ৪ লক্ষ ১৫ হাজার টাকাসহ বেশ কয়েক ভরি সোনার গয়না হাতিয়ে নেয়। এ ব্যাপারে তদন্ত কর্মকর্তা কলাপাড়া থানার এসআই আল-আমিন বলেন, ঘটনার স্থানে পরিদর্শন করেছ, রাতে বাসায় কেউ ছিল না, এই সুযোগে অজ্ঞাতনামা চোরেরা বাড়িতে হানা দেয়। অভিযোগ তদন্ত করে চোরদের আইনের আওতায় আনা হবে।
Leave a Reply