কলাপাড়া প্রতিনিধি ॥ কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এফ বি মলি ট্রলার ডুবিতে নিখোঁজ থাকা মাঝি হারিচ ও জেলে সত্তারের দুই দিনেও খোঁজ মেলেনি। শুক্রবার রাতে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে। এসময় অপর একটি ট্রলার রশি বেঁধে কিছু দুর আসতে সাগর আরও উত্তাল হওয়ায় রশি কেটে দিয়ে উদ্ধারকারী ট্রলার চলে আসে। এসময় বিপদগ্রস্ত ট্রলারে থাকা ছয় জেলের দুই জন উদ্ধারকারী ট্রলারে উঠতে সক্ষম হয়েছে। বাকি ৪ জনসহ ট্রলার এফ বি মলি সাগরে ডুবে যায়। ওই চার জেলে বরফ রাখার একটি ককসিট ধরে সাগরের উত্তাল ঢেউয়ে হাবুডুবু খাচ্ছিল। ঘন্টা খানেক পরে ককসিটটিও ভেঙে যায়।এরপর চারজন বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে অর্ধচেতন অবস্থায় কুয়াকাটা সংলগ্ন সাগরবক্ষ থেকে শনিবার সকালে উদ্ধার হয় জেলে হজরত ও মোঃ আলী। কিন্তু মাঝি হারিচ ও জেলে সত্তার এখনও নিখোঁজ রয়েছে। মহিপুর থানার ওসি মোঃ মনিরুজ্জামান জানান, তাঁর কাছে কউ এ সংক্রান্ত কোন অভিযোগ দেয় নি। নিখোঁজ জেলেদের বাড়ি ধুলাসার ইউনিয়ন এলাকায়।
Leave a Reply