পটুয়াখালী প্রতিনিধি ॥ পটুয়াখালী জেলায় আরও ২০ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে সাংবাদিক, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, শিক্ষক, সরকারি কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৭০৮ জন। ঢাকায় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পাঠানো নমুনা পরীক্ষার প্রতিবেদন গতকাল সোমবার রাতে পটুয়াখালীর সিভিল সার্জন কার্যালয় জানতে পারে। সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ১৭ জন, বাউফল, কলাপাড়া ও গলাচিপা উপজেলায় একজন করে রয়েছেন। জেলায় এ পর্যন্ত ৫ হাজার ২৫৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার পর প্রতিবেদন এসেছে ৪ হাজার ৭০১টি। এর মধ্যে ৭০৮ জন পজিটিভ। সোমবার আরও ১২ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে জেলায় সুস্থ হয়েছেন ২১৫ জন। হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন আছেন ২১ জন এবং হোম আইসোলেশনে আছেন ৪৪৭ জন। জেলায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ২৫ জন।
Leave a Reply