পটুয়াখালী প্রতিবেদক ॥ পটুয়াখালীতে ব্রিটিশ আমেরিকান টোবাকো’র ৫৩ লাখ টাকার সিগারেট চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন কোম্পানিটির স্থানীয় পরিবেশক মেসার্স হাজী এন্ড সন্সের পরিচালক ডা. ওহাব মৃধা। এই ঘটনায় বুধবার (২৪ জুন) বেলা ১১টায় পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন তিনি। লিখিত বক্তব্যে আঃ ওহাব মৃধা বলেন, পুরান বাজারে নিজস্ব বিল্ডিংয়ে অবস্থিত পরিবেশক কার্যালয় প্রতি সপ্তাহের শুক্রবার বন্ধ থাকে। তাছাড়া বর্তমনে করোনা ভাইরাসের কারণে দুপুর ১টা পর্যন্ত অফিস কার্যক্রম চলে। গত ৪ জুন প্রতিদিনের ন্যায় দুপুর ১টায় কার্যক্রম শেষ করে অফিস তালাবদ্ধ করে সবাই চলে যায়। ৬ জুন শনিবার সকাল ৮টায় হাজী এন্ড সন্স এর অংশীদার পরিচালক আলহাজ্ব আঃ জব্বার মৃধা অফিসের দরজা খুলে দেখে অফিসের ভিতরে গোডাউনের দরজার সামনে সুরঙ্গ করা এবং গোডাউনের তালাসহ কলাবসিবল গেট কাটা। এসময় তার ডাকচিৎকার শুনে আশেপাশের লোকজন এসে চুরির বিষয়টি নিশ্চিত হন। পরে স্টক মিলিয়ে দেখা যায় গোডাউন থেকে বেনসন সুইচ ২৪০ শলাকা মূল্য ২ হাজার ৮৬৪ টাকা, বেনসন ফুল ফেলেভার ৩ লাখ ৮০ হাজার শলাকা মূল্য ৪৫ লাখ ৩৫ হাজার ৩৩৮ টাকা, গোল্ডলিফ ফুল ফেলেভার ৮০ হাজার শলাকা মূল্য ৭ লাখ ৩৪ হাজার ৮০ টাকাসহ সর্ব মোট ৫২ লাখ ৭২ হাজার ২৮২ টাকার সিগারেট চুরি হয়েছে। সংবাদ সম্মেলনে দাবি করা হয়েছে, ‘অফিস সংলগ্ন দক্ষিন পার্শ্বের টিনসেড বিল্ডিং থেকে এ চুরির ঘটনা ঘটিয়েছে। ওই বিল্ডিংয়ের মালিক ফারুক জোমাদ্দার তত্ত্বাবধায়নের আছেন মোঃ রফিকুল ইসলাম খোকন মৃধা। খবর পেয়ে ওই দিন সদর থানার অফিসার ইন-চার্জ (ওসি) আখতার মোর্শেদসহ অন্যান্য পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে এ ঘটনার গত সাত জুন চুরির ঘটনায় সাতজনকে অভিযুক্ত করে আব্দুল জব্বার মৃধা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর-০৪। অভিযুক্তরা হলেন- মোঃ রফিকুল ইসলাম খোকন মৃধা (৫০), কালু (৪০), বাদল ময়রা (৫০), রুহুল দারোয়ান, বাবু (৩৫), বিপুল (৪৫) ও ফারুক গাজী (৪২)।
Leave a Reply