পটুয়াখালী প্রতিবেদক ॥ পটুয়াখালী দুমকি উপজেলার আঙ্গাড়িয়ার বাহের চরে এলাকায় পায়রা নদীর অব্যাহত ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবীতে মানববন্ধন পালন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় দুমকি উপজেলার বাহেরচর ভাঙন এলাকায় এ কর্মসূচীতে অংশ নেয় এলাকাবাসী।মানববন্ধনে কয়েক শতাধিক ভুক্তভোগী মানুষ অংশ নেয়। এ সময় বক্তারা বলেন, দীর্ঘ দিনের অব্যহত নদী ভাঙনে বিলিন হয়ে গেছে গ্রামের পর গ্রাম। নদীতে চিরতরে হারিয়ে গেছে এসব এলাকার বসতঘর, ফসলি জমিসহ কোটি কোটি টাকার সম্পদ। সংশ্লিষ্টদের দারে দারে ঘুরেও কোন ফল হয়নি। আর তাই ভাঙন রোধে দ্রুতই সরকারের কাছে স্থায়ী সমাধান চাই।
Leave a Reply