বাউফল প্রতিবেদক ॥ পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া বাজারের একটি সড়ক পূণর্র্নিমাণের দাবীতে মানববন্ধন করেছেন ব্যবসায়ী ও শ্রমিকরা। সড়কটি পূণর্র্নিমাণ না করে দীর্ঘদিন ফেলে রাখায় ব্যবসায়ীসহ সাধারণ মানুষ মহা ভোগান্তির শিকার হচ্ছেন। শনিবার ওই বাজারের শতাধিক ব্যবসায়ী ও শ্রমিক সড়কটি পূণর্র্নিমাণের দাবীতে মানববন্ধন করেন। সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, পটুয়াখালী-বরগুনা উন্নয়ন প্রকল্পের আওতায় ২০১৯-২০২০ ইং অর্থ বছরে বাউফলের বগা, কনকদিয়া, কালিশুরী ও কালাইয়া বাজারের অভ্যন্তরীণ সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় ১ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প হাতে নেয় স্থাণীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। দরপত্র আহবানের পর ২০১৯ সালের ১ আগষ্ট কার্যাদেশ পায় দ্বীপ এন্টারপ্রাইজ নামের একটি নির্মাতা প্রতিষ্ঠান। ওই অর্থ বছরের মধ্যে প্রকল্পটির কাজ শেষ করার কথা ছিল। কিন্তু কাজ শুরু করে মাঝ পথে ফেলে রাখা হয়েছে। কনকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিন হাওলাদার বলেন, দীর্ঘদিন পর্যন্ত সড়কটির নির্মাণকাজ ফেলে রেখেছেন ঠিকাদার। এ কারনে ওই বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। বিষয়টি সংশ্লিষ্টদের একাধিকবার অবহিত করা হলেও কোন পদক্ষেপ নেয়া হয়নি। নির্মাতা প্রতিষ্ঠান দ্বীপ এন্টারপ্রাইজের মালিক আজাদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, ২/১ মাসের মধ্যেই কাজটি শুরু করা হবে। কাজটি তদারকির দায়িত্বে থাকা বাউফল এলজিইডির উপ সহকারি প্রকৌশলী আলী ইবনে আব্বাস বলেন, খুব শিঘ্রই কাজটি সম্পন্ন করার জন্য পদক্ষেপ গ্রহণ করা হবে।
Leave a Reply