বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৯:৪৪ অপরাহ্ন

উপ-সম্পাদক :: দিদার সরদার
প্রধান সম্পাদক :: সমীর কুমার চাকলাদার
প্রকাশক ও সম্পাদক :: কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদক :: মাসুদ রানা
সহ-সম্পাদক :: এস.এম জুলফিকার
প্রধান নির্বাহী সম্পাদক :: মামুন তালুকদার
নির্বাহী সম্পাদক :: সাইফুল ইসলাম
ব্যবস্থাপনা সম্পাদক :: আবুল কালাম আজাদ
সংবাদ শিরোনাম :
বরিশালে সাংগঠনিক সফরে আসছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা: মাহমুদা মিতু দুই দিনের সফরে আজ বরিশাল আসছেন অতিথি গ্রুপ অব কোম্পানির এমডি লায়ন সাইফুল ইসলাম সোহেল  পিরোজপুর ভান্ডারিয়ার যুব মহিলা লীগ নেত্রী জুথি গ্রেফতার গৌরনদীতে তিন দফা দাবি আদায়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল উপজেলা প্রশাসনকে ১৫ দিনের আল্টিমেটাম গ্রেনেড হামলার মামলা থেকে তারেক রহমানসহ বিএনপি নেতারা খালাস পাওয়ায় গৌরনদীতে আনন্দ মিছিল বরিশালের বাকেরগঞ্জসহ চারটি থানা এবং উপজেলায় নাগরিক কমিটি গঠন   আওয়ামী লীগ ও শেখ হাসিনা বিহীন বাংলাদেশ শান্তিতে থাকবে, এটা অনেকেরই ভালো লাগেনা-এম. জহির উদ্দিন স্বপন তারেক রহমানের বিজ্ঞ নেতৃত্বের কারণে শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছি-এম. জহির উদ্দিন স্বপন গৌরনদীতে দৈনিক যুগান্তরের বিরুদ্ধে বিড়ি শ্রমিক ও ব্যবসায়ীদের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল দুষ্টামিটাও ছিল যেমন স্পর্শকাতর, খেসারাতটাও দিতে হল তেমনি ভয়ঙ্কর
ঝড়-ঝঞ্ঝা-বৃষ্টি-বজ্রপাত

ঝড়-ঝঞ্ঝা-বৃষ্টি-বজ্রপাত

বৈশাখ-জ্যৈষ্ঠের সন্ধিক্ষণে রাজধানীসহ দেশের জনজীবন যখন তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ ও বিপর্যস্ত, তখন মঙ্গলবার সারাদেশে প্রবহমান ঝড়-ঝঞ্ঝা-বৃষ্টিপাত নিয়ে এসেছে পরম স্বস্তির সুবাতাস। আকস্মিক এই ঝড় ও বৃষ্টিপাতের সঙ্গে ছিল মুহুর্মুহু বজ্রপাতও, যাতে বেশ কয়েক জনের মৃত্যুর খবর পাওয়া গেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। আবহাওয়ার খামখেয়ালিপনায় দেশে গত কয়েক বছরে বজ্রপাতের উৎপাত-উপদ্রব বেড়েছে, যাতে অনাকাক্সিক্ষত মৃত্যুর সংখ্যা বাড়ছে। বজ্রপাত থেকে রক্ষা পেতে দেশব্যাপী তাল গাছ রোপণের কথা বলা হলেও তাতে যে আশাব্যঞ্জক অগ্রগতি হয়েছে তা বলা যাবে না। আকস্মিক এই ঝড়-বৃষ্টি তাপপ্রবাহ কিছুটা কমালেও সবাইকে মনে করে দিয়েছে, বর্ষা মৌসুম আসন্ন। মাত্র একদিনের কয়েক ঘণ্টার মাঝারি বর্ষণেই রাজধানীতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। লকডাউনের কারণে গণপরিবহনের সঙ্কট থাকায় জনদুর্ভোগ বেড়েছে এতে। রাজধানীর জলাবদ্ধতা নিরসনে জরুরী নজরদারির সময় এসেছে সিটি মেয়রদ্বয়ের। ঢাকার খালগুলো পুনরুদ্ধারে সর্বাত্মক সমন্বিত উদ্যোগ নিতে হবে এবার। মশক নিধনে কার্যকর পদক্ষেপও বাঞ্ছনীয়। স্বস্তির কথা এই যে ঝড়-বৃষ্টি বজ্রপাতে জীবনহানিসহ আম-কাঁঠাল-লিচুর কিছুর ক্ষতি হলেও অধিকাংশ জমির ফসল তথা বোরো ধান কাটা হয়ে গেছে। ইতোমধ্যে তা উঠে গেছে কৃষকের গোলায়। এখন জরুরী প্রয়োজন উপকূলীয় বেড়িবাঁধগুলো অবিলম্বে মেরামত ও সংস্কার করা। জ্যৈষ্ঠের প্রথমেই প্রথম কালবৈশাখী ঝড়-বৃষ্টির দর্শন মিলেছে রাজধানীবাসীর। গ্রীষ্মের শেষ এক অপরাহ্নে আকাশ নিঝুম কাজল কালো হয়ে নেমে আসে বৃষ্টি। প্রতীয়মান হয়, দিনের আলো নিভে গেল। এমনিতেই প্রবল ধূলি-ধূসরিত রাজধানীর রাস্তাঘাট, বিবর্ণ-বিশীর্ণ গাছগাছালি। আকস্মিক ধূলি ঝড়ে যা হয়ে পড়ে প্রায় অন্ধকারাচ্ছন্ন। বিশাল বিশাল অট্টালিকার সারি, সুউচ্চ সুশোভিত টাওয়ারসমূহ প্রায় অদৃশ্য হয়ে যায়। সঘন সজল নিবিড় আকাশে মাঝে মধ্যেই ঝলসে উঠে বিজলি ও বজ্রপাতের ঝিলিক। প্রবল হু হু শব্দে বইতে শুরু করে ঝড়ো বাতাস, যার গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ৫২ কিলোমিটার। গাছপালার পাতা, খড়কুটো, ছিন্নভিন্ন টুকরো কাগজ ইত্যাদি উড়িয়ে নিয়ে যায় মুহুর্মুহু। প্রবল দোল দিয়ে যায় রাজধানীবাসীর হৃদয় মনে এবং অনতিপরেই ঝরে পড়ে হিমশীতল বৃষ্টিÑ প্রথমে টুপটাপ বড় বড় ফোঁটা, এরপরেই অঝোর ধারা। যাতে অচিরেই সিক্ত হয় নাগরিক মন ও মনন। মুহূর্তে দূরীভূত করে দেয় নাগরিক জীবনের গুমোট, ক্লান্তি-শ্রান্তি গ্রীষ্মের দাবদাহ। এই না হলে কালবৈশাখী! ৩০-৪০ মিনিটের এই ঝড়-তুফান বৃষ্টিতে রাজধানী ঢাকা হয়ে ওঠে বৃষ্টিস্নাত, ঝকঝকে-তকতকে ফিটফাট। রাস্তাঘাট অলিগলি ভেজা ও সিক্ত। গাছগাছালি গোসল সম্পন্ন করে হাসিখুশি সবুজ। এখানে-সেখানে উঁকি দিচ্ছে নবপত্রপল্লব, আম-কাঁঠাল ইত্যাদি। উল্লেখ্য, এদিন ঝড়-বাদল হয়েছে রাজধানীর বাইরেও অন্তত কয়েকটি জেলায়। আসন্ন বর্ষা মৌসুম সম্পর্কে এখন সবাইকে সচেতন হতে হবে। নিতে হবে বর্ষা ও বন্যা মোকাবেলার যথাযথ প্রস্তুতি। একই সঙ্গে জনস্বাস্থ্যকে সার্বিকভাবে প্রকৃতি ও পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলতে হবে সর্বদাই। উল্লেখ্য, এক্ষেত্রে বাংলাদেশের ইতিবাচক সাফল্য রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com