বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০২:৪৯ অপরাহ্ন

উপ-সম্পাদক :: দিদার সরদার
প্রধান সম্পাদক :: সমীর কুমার চাকলাদার
প্রকাশক ও সম্পাদক :: কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদক :: মাসুদ রানা
সহ-সম্পাদক :: এস.এম জুলফিকার
প্রধান নির্বাহী সম্পাদক :: মামুন তালুকদার
নির্বাহী সম্পাদক :: সাইফুল ইসলাম
ব্যবস্থাপনা সম্পাদক :: আবুল কালাম আজাদ
সংবাদ শিরোনাম :
বরিশালে সাংগঠনিক সফরে আসছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা: মাহমুদা মিতু দুই দিনের সফরে আজ বরিশাল আসছেন অতিথি গ্রুপ অব কোম্পানির এমডি লায়ন সাইফুল ইসলাম সোহেল  পিরোজপুর ভান্ডারিয়ার যুব মহিলা লীগ নেত্রী জুথি গ্রেফতার গৌরনদীতে তিন দফা দাবি আদায়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল উপজেলা প্রশাসনকে ১৫ দিনের আল্টিমেটাম গ্রেনেড হামলার মামলা থেকে তারেক রহমানসহ বিএনপি নেতারা খালাস পাওয়ায় গৌরনদীতে আনন্দ মিছিল বরিশালের বাকেরগঞ্জসহ চারটি থানা এবং উপজেলায় নাগরিক কমিটি গঠন   আওয়ামী লীগ ও শেখ হাসিনা বিহীন বাংলাদেশ শান্তিতে থাকবে, এটা অনেকেরই ভালো লাগেনা-এম. জহির উদ্দিন স্বপন তারেক রহমানের বিজ্ঞ নেতৃত্বের কারণে শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছি-এম. জহির উদ্দিন স্বপন গৌরনদীতে দৈনিক যুগান্তরের বিরুদ্ধে বিড়ি শ্রমিক ও ব্যবসায়ীদের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল দুষ্টামিটাও ছিল যেমন স্পর্শকাতর, খেসারাতটাও দিতে হল তেমনি ভয়ঙ্কর
আধুনিক ডাক বিভাগ

আধুনিক ডাক বিভাগ

পিঠে বোঝা হাতে ঘণ্টি ও লণ্ঠন নিয়ে রানার বা ডাকহরকরার ছুটে চলার কথা আমরা জানি। দূর-দূরান্তে থাকা মানুষের কাছে স্বজনের বার্তা পৌঁছে দেয়ার সেই পুরনো রীতি কি বিপুলভাবেই না বদলে গেছে। বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে মোটরগাড়ি, এমনকি উড়োজাহাজের মাধ্যমে দেশের ভেতরে এবং সাত সমুদ্র তের নদী পেরিয়ে সেই বার্তা পৌঁছানো হয়েছে। অধুনা ডিজিটাল যুগে ইলেক্ট্রনিক মেইল ও সেলুলার ফোনে কাজ অনেক সহজ করে দিয়েছে। এখন দেশে বসেই চোখের পলকে ইউরোপ-আমেরিকায় বার্তা প্রেরণ সম্ভব। আর ভিডিওকলে কাক্সিক্ষত ব্যক্তির মুখ দেখে আলাপ চালানোর প্রযুক্তি এখন প্রত্যন্ত গ্রামাঞ্চলের কৃষকেরও হাতের মুঠোয়। মানুষ তো শুধু বার্তা প্রেরণ করে না, তার অর্থ বিনিময়ের প্রয়োজন রয়েছে। এককালে ডাক বিভাগ মানিঅর্ডার মারফত একজনের টাকা অন্যজনের কাছে পৌঁছে দিতেও বেশ কয়েকদিন লেগে যেত। এখন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মুহূর্তের মধ্যে টাকা পাঠানো সম্ভব। শুধু টাকা-পয়সাই তো নয়, মানুষ এখন চায় প্রিয়জনের নানা উপহার, এমনকি মৌসুমি ফল পাঠাতে। করোনাকালে অনলাইনে অর্ডার দিয়ে ইচ্ছেমাফিক দরকারি জিনিসপত্র এবং খাদ্য সংগ্রহে গতি এসেছে। রাজধানী অঞ্চলে এখন নতুন ধরনের ‘রানারের’ দেখা পাওয়া যায়। এরা গ্রাহকের পছন্দনীয় রেস্তরাঁর মুখরোচক খাবার পৌঁছে দিয়ে থাকে। মানুষের চাহিদার দিকে নজর দিলে এ কথা আমরা বলতে পারি যে, মানুষের দোরগোড়ায় তার প্রয়োজন অনুযায়ী দ্রব্য বা পণ্য, যেমন- বই, পোশাক, চাল-ডাল, তেল-নুন। এমনকি রান্না করা খাবার পৌঁছানোর সার্বিক কাজটি সম্পন্ন করতে পারে একটি বিশেষ বিভাগ, যার দায়িত্ব নিতে পারে আধুনিক ডাক বিভাগ। ডাক বিভাগের মাধ্যমে এমন বহুমুখী সেবা প্রদানের ধারণা দিলেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নবনির্মিত হারিয়ে যেতে বসা ডাকবাক্সের আদলে ১৪ তলাবিশিষ্ট দৃষ্টিনন্দন ‘ডাক ভবন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী দারুণ সব যুগোপযোগী আইডিয়া দেন। তিনি বলেন, ডাক ব্যবস্থা শুধু ডিজিটালাইজড করা নয়, আরও সেবা মানুষকে যেন দিতে পারে সে ব্যবস্থা নেয়ার জন্য আমরা ১১৮টি মেল গাড়ির সংযোজন করেছি। গাড়ি চালানোর জন্য নারী-পুরুষদের ট্রেনিং দেয়া হচ্ছে। এখন বিশেষ করে করোনাভাইরাসের পর বেশিরভাগই অনলাইন সেবা কার্যকর, ক্রয়-বিক্রয় চলছে। যেহেতু অনলাইন সেলিং জনপ্রিয়তা লাভ করছে, কাজেই ডাকঘর পিছিয়ে থাকলে চলবে না। ডাক বিভাগকে এই ব্যাপারে আরও দ্রুত ব্যবস্থা নিতে হবে। ডাক বিভাগের আধুনিকায়ন এবং বহুমুখী সেবা নিশ্চিত করতে সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। জেলা ও বিভাগীয় সদরে আধুনিক মেল প্রসেসিং, কুলিং সুবিধাযুক্ত স্টোরেজ, ডিজিটাল সুযোগ-সুবিধা সংবলিত এবং গ্রাহকবান্ধব ৩৮টি মডেল ডাকঘর নির্মাণ কাজে সরকার হাত দিয়েছে। ডাক বাছাই ত্বরান্বিতকরণ ও পচনশীল দ্রব্য সংরক্ষণের জন্য কুলিং চেম্বারের সুবিধা সংবলিত ওয়্যারহাউসযুক্ত ১৪টি অত্যাধুনিক মেল প্রসেসিং ও লজিস্টিক সার্ভিস সেন্টার নির্মাণের কাজ প্রায় শেষ। এটা প্রথমে জেলা ও বিভাগীয় শহরে প্রতিষ্ঠিত হলেও পরে এর লক্ষ্য থাকবে এরকম প্রকল্প উপজেলা থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত অর্থাৎ ডাকঘর যেখানে যেখানে আছে সেখানে এই ব্যবস্থাটার সম্প্রসারণ। দেশবাসীর প্রত্যাশা, বর্তমান ডিজিটাল বাংলাদেশের প্রবর্তক জনকল্যাণমুখী সরকারের উদ্যোগে ডাক বিভাগের বহুমুখী সেবা নিশ্চিত হবে। তবে এজন্য ডাক বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ সব স্তরের কর্মীদের শতভাগ সদিচ্ছা এবং আত্মনিবেদন জরুরী।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com